'ত্রাণ চাই না, বাঁধ চাই' লেখা প্ল্যাকার্ড সংসদ অধিবেশনে

নিজস্ব প্রতিবেদক

জুন ১৬, ২০২১, ১১:২৫ পিএম

'ত্রাণ চাই না, বাঁধ চাই' লেখা প্ল্যাকার্ড সংসদ অধিবেশনে

'আর কোন দাবি নাই, ত্রাণ চাই না, বাঁধ চাই'- প্ল্যাকার্ড গলায় নিয়ে সংসদে বক্তব্য দিলেন পটুয়াখালি-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। বুধবার (১৬ জুন) সংসদ অধিবেশনে প্রস্তাবিত ২০২১-২২ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় দাঁড়িয়ে নিজ এলাকায় ত্রাণ দেয়ার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি এই অভিনব কাজ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বাজেট আলোচনায় সাংসদ শাহজাদা  ঝুঁকিপূর্ণ এলাকাসমসূহে বাঁধ নির্মাণের দাবি তুলে ধরেন। 

শাহজাদা বলেন, ‘আমার এলাকার মানুষ এভাবেই প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন। আমিও তাদেরই একজন। আর তাই, আমি সংসদে দাঁড়িয়ে বলছি, মাননীয় স্পিকার,; আর কোন দাবি নাই, ত্রাণ চাই না, বাঁধ চাই।'

অভিনব এই প্রতিবাদের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছেন এমপি শাহজাদা।

বিষয়টি নিয়ে এস এম শাহজাদা গণমাধ্যমকে বলেন, আমি যখন এলাকায় যাই এলাকার মানুষ আমাকে এরকম দাবি নিয়ে হাজির হয়। আমি তো এলাকা থেকে বিচ্ছিন্ন কেউ নই। আমি মানুষের কথা সংসদে তুলে ধরতেই তাদের প্রতিনিধিত্ব করছি।

 

 

Link copied!