দুই পক্ষের সংঘর্ষে একজন খুন, ১৫ বাড়িঘর ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৩, ২০২২, ০৭:০১ পিএম

দুই পক্ষের সংঘর্ষে একজন খুন, ১৫ বাড়িঘর ভাঙচুর

এলাকায় একটি মসজিদের নাম পরিবর্তন ও আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই প্রভাবশালী ব্যক্তির সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের  ঘটনা ঘটেছে। সংঘর্ষে আফজাল নামে এক ব্যক্তি মারা গেছেন। ভাঙচুর করা হয়েছে অন্তত ১৫টি বাড়িঘর।

বুধবার হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ফান্ডাইল এলাকায় ওই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।    এ ঘটনায় সংঘাতে জড়ানো দুই পক্ষ পরস্পরের ওপর দায় চাপাচ্ছে।

স্থানীয় ও হবিগঞ্জ সদর মডেল থানা সূত্রে জানা যায়, থানার পূর্ব ফান্ডাইল এলাকা মসজিদের নাম পরিবর্তন নিয়ে বিরোধের জেরে বাড়িঘরে চালানো হয়েছে নির্বিচার তাণ্ডব। পুরো এলাকা পরিণত হয় ধ্বংসস্তুপে। মসজিদের নাম পরিবর্তন নিয়েই ঘটনার সূত্রপাত।  মসজিদের নাম পরিবর্তন নিয়ে স্থানীয় সাইফুল ইসলাম এবং তাউস মিয়ার মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে সোমবার রাতে দুই পক্ষের সংঘর্ষ হয়। নিহত হয় সাইফুলের পক্ষের একজন। তারপরই শুরু হয় গ্রামজুড়ে তাণ্ডব। ওই তাণ্ডব বুধবারও(১২ জানুয়ারি) চলে বলে পুলিশ জানায়।

সংঘর্ষে নিহত আফজালের বাড়িতে এখনও শোকের মাতম চলছে। হত্যাকাণ্ড আর বাড়িঘর ভাঙচুরের ঘটনার পর এলাকা এখন পুরুষশূন্য। সন্তান নিয়ে উদ্বেগ-আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই এলাকার নারীরা।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী গণমাধ্যমে বলেন, “এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের আটকের চেষ্টা চালাবো।”

Link copied!