দুই বছর মেয়াদী জাতীয় সরকারের প্রস্তাব ডা. জাফরুল্লাহর

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২, ২০২১, ০৭:০২ এএম

দুই বছর মেয়াদী জাতীয় সরকারের প্রস্তাব ডা. জাফরুল্লাহর

জনগণের সরকার প্রতিষ্ঠায় সত্যিকারের নির্বাচনের জন্য দুই বছর মেয়াদী জাতীয় সরকার দরকার। শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে গণসংহতি আন্দোলনের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  ডা. জাফরুল্লাহ চৌধুরী একথা বলেন। 

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'সত্যিকারে নির্বাচনের জন্য দুই বছর মেয়াদী একটি জাতীয় সরকার গঠন করতে হবে’।

তিনি চৌধুরী বলেন, 'পরিবর্তন দরকার সবকিছুর। সেজন্য রাস্তায় নামতে হবে’।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরকে উদ্দেশ্য করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'প্রধানমন্ত্রী যে টাকা খরচ করেছেন, এর অর্ধেক টাকা খরচ করলে চট্টগ্রামে জলাবদ্ধতা থাকে না। চট্টগ্রামে ড্রেনে পড়ে যারা মারা গেছেন, তাদের জীবনহানি হতো না’।

এছাড়া চট্টগ্রামের রাস্তায় নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসের ছবি এবং মুক্তিযুদ্ধের সংগঠক জহুর আহমেদ চৌধুরীর ভাস্কর্য না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 'বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে শেখ মুজিবের বিশাল অবদান। এটাকে ছোট করা যাবে না। কিন্তু সারা ‍পৃথিবীতে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছেন ডক্টর ইউনুস। অথচ চট্টগ্রাম শহরে তার একটা ছবি পর্যন্ত নেই। আমরা এত নিমকহারাম! আমাদের এত ছোট মন’!

এ ছাড়া, সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে বলেন, 'চট্টগ্রামের ফুসফুসকে ধ্বংস করে হাসপাতাল নির্মাণ করা যাবে না।'

Link copied!