দেশব্যপী র‌্যাবের অভিযান: পাঁচশত দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৬, ২০২১, ০৪:০০ এএম

দেশব্যপী র‌্যাবের অভিযান: পাঁচশত দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা

সারাদেশে একযোগে দালালচক্রের বিরুদ্ধে  অভিযান পরিচালনা করেছে র‌্যাব। রবিবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী এই অভিযান চলাকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এক ভিডিও বক্তব্যে ৪ শতাধিক দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের তথ্য নিশ্চিত করেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী দেশব্যাপী সকল ব্যাটালিয়নের অভিযানের চুড়ান্ত তথ্যের ভিত্তিতে প্রায় ৫ শত দালাল চক্রের সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

                                                     ছবি: র‍্যাবের গণমাধ্যম শাখা।

সাম্প্রতিক সময়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্যখাত, পরিবহণখাত, পাসপোর্ট অফিস এবং বিআরটিএসহ বিভিন্ন সেক্টরে দালাল চক্রের সক্রিয়তা এবং আধিপত্য বিষয়ক সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে দেখা যায় এইসব দালাল চক্রের কারণে জনগণ তার প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অনেকেই নির্ধারিত সেবার অধিক অর্থ পরিশোধ করেও প্রতারিত হচ্ছে। এরই প্রেক্ষিতে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন-র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়াতে থাকে। 

                                                     ছবি: র‍্যাবের গণমাধ্যম শাখা।

এই ধারাবাহিকতায় সারাদেশে র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ান একযোগে অভিযান পরিচালনা করে দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে৷ র‌্যাবের নির্বাহী মেজিস্ট্রেট,জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য সংস্থার ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে দিনব্যাপী অভিযান পরিচালিত হয়। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশান এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল, বিভিন্ন পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিসসহ বিভিন্ন এলাকায় মোট ৬৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত ২৪৮জন দালালকে ৯ লক্ষ টাকার অর্থদণ্ড এবং ২৪৯ দালালকে বিভিন্ন মেয়াদে জরিমানা ও কারাগারে প্রেরণ করে। 

র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসেন দ্য রিপোর্টকে জানান, এই অভিযান নিয়মিত পরিচালিত না হলেও এইসব দালালচক্রের বিরুদ্ধে র‌্যাবের জোরালো নজরদারি অব্যাহত থাকবে।

Link copied!