দেশে বাড়ছে করোনার সংক্রমণ, এ পযন্ত মারা গেছেন ২৯ হাজার ৩৩৫ জন

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৪, ২০২২, ০১:২৩ এএম

দেশে বাড়ছে করোনার সংক্রমণ, এ পযন্ত মারা গেছেন ২৯ হাজার ৩৩৫ জন

দেশে করোনা শনাক্তের হার আবার বাড়লো। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১০ দশমিক ৫৫ শতাংশে পেীঁছেছে। আগের দিন শনাক্তের হার ছিল ৯ দশমিক ২৩ শতাংশ। ২৪ ঘণ্টায় আরও একজন মারা গেছেন এ ভাইরাসে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৩৫ জন। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭২৫ জন এবং নারী ১০ হাজার ৬১০ জন।

করোনার গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৩৫ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৪২১ জন। ৪৩৫ জনের মধ্যে রাজধানীতেই ৩১৮ জন শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ১৫ হাজার ৭৪৩ জন। গত ২৪ ঘণ্টায় ২৩০ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৫৯  হাজার ২৬৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৮৮১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১১১টি নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ১২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৩ হাজার ৫৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৫৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। 

 

Link copied!