নদীকে আগের জায়গায় নিতে সরকার প্রস্তুতি নিচ্ছে: নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৬, ২০২১, ০২:৩৮ এএম

নদীকে আগের জায়গায় নিতে সরকার প্রস্তুতি নিচ্ছে: নৌ প্রতিমন্ত্রী

বাংলাদেশের বেদখলে যাওয়া নদীগুলোকে আবার আগের জায়গায় নিয়ে যেতে সরকার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। চালের দাম বাড়লে কৃষকেরা লাভবান হয় বলেও তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশে নদীর নাব্যতা রক্ষা ও পলি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, ঢাকা মহানগর শাখা আয়োজিত ওই সেমিনারে নদী সমস্যা নিরসনে প্রতিমন্ত্রী বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের যে জট, সে জট দ্রুত সরবে না। অনেক চ্যালেঞ্জ আছে। সরকার প্রস্তুতি নিচ্ছে নদীকে আবার আগের জায়গায় নিয়ে যেতে।”

চালের দাম বৃদ্ধিতে অনেকের ক্ষোভ বিষয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “আজ অনেকে চালের দামের জন্য ক্ষোভ প্রকাশ করে। কিন্তু চালের দাম বাড়লে লাভবান হয় আমাদের কৃষকেরা। তাই প্রধানমন্ত্রী কৃষকের পক্ষে।”

জ্বালানী তেলে ভর্তুকির বিষয়টি উল্লেখ করে আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, “এই যে তেলের দাম বেড়েছে, সেখানে ৬০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। পৃথিবীর কোন দেশে তেলের জন্য ভর্তুকি দেওয়া হয়? এখানে সরকার ভর্তুকি দিচ্ছে বলে আমরা কমে পাচ্ছি।”

বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী মন্তব্য করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২৭০০ ডলারে চলে গেছে। আমাদের বিনিয়োগ বেড়েছে। রফতানি আয় বেড়েছে, আমাদের অর্থনীতি এখন কত বড় অর্থনীতি, বাংলাদেশের বাজেট এখন ছয় লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে।”

দেশের নদীগুলো ধীরে ধীরে বেদখলে গেছে উল্লেখ করে দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসন থেকে পরপর তিনবার নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, “বাংলাদেশের নদীগুলো দখল হয় গেছে এটাই বাস্তবতা। নদী তো একদিনে দখল হয় নাই। ধীরে ধীরে হয়েছে। নদীর পাড়ে ১০ তলা বিল্ডিং সরানোটা চ্যালেঞ্জের বিষয়। আমাদের অনেকে আহত হয়েছেন এই কাজগুলো করতে গিয়ে।”

সেমিনারে অন্যদের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক অখিল কুমার বিশ্বাস, সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফর্মেশন সার্ভিসেসের (সিইজিআইএস) সিনিয়র অ্যাডভাইজার ড. মমিনুল হক সরকার উপস্থিত ছিলেন।

Link copied!