নারায়ণগঞ্জের চনপাড়ায় ক্ষমতা দখলের লড়াইয়ে সংর্ঘষ,গুলিবিদ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৩, ২০২৩, ০১:৪০ এএম

নারায়ণগঞ্জের চনপাড়ায় ক্ষমতা দখলের লড়াইয়ে সংর্ঘষ,গুলিবিদ্ধ ৪

নারায়ণগঞ্জের চনপাড়ায় ক্ষমতা,এলাকা নিয়ন্ত্রণ,মাদক সিন্ডিকেটের ব্যবসা নিয়ন্ত্রনসহ এলাকার আধিপত্য নিজেদের দখলে নিতে নিগ্রপের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া সহ গুলাগুলির ঘটনা ঘটে। মঙ্গলবার মধ্যরাতে এই সংর্ঘষ শুরু হয়ে আজ দুপুর পর্যন্ত থেমে থেমে কয়েকবার সংর্ঘষ শুরু হয়।  

এই সংর্ঘষে সাধারন জনতা ১২জন সহ দিনমজুর চারজন পথচারী শ্রমিক গুলিবৃদ্ধ হয়েছে বলে জানা যায়। গুলিবিদ্ধরা হলেন- পৃথক কারখানার শ্রমিক মো. সানি (১৭), পারভেজ (২১), মো. রুমান (১৮) এবং স্থানীয় বাসিন্দা ইমন (২২)।তবে আহতদের নাম এখনও জানা যায়নি।গুলিবৃদ্ধ ৪ জনই এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, জ্বি চার জন গুলিবৃদ্ধ অবস্থায় হাসপাতালে এসছিল তারা এখন মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ কে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সে ফোন কল রিসিভ করেনি।

উল্লেখ্য, আধিপত্য বিস্তার কেন্দ্র করে রাত থেকেই জয়নাল গ্রুপের সাথে শমসের ও শাহাবুদ্দিন গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এ সময় সাধারণ মানুষের বাড়িঘর ও দোকানপাটেও লুটপাট করা হয়।চানপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার নিয়ন্ত্রণ করত ইউপি সদস্য বজলুর রহমান বজলু। বজলুর রহমান বজলু মারা যাওয়ার পর থেকেই চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার আধিপত্য নিজেদের দখলে নিতে জয়নাল গ্রুপ, শমসের গ্রুপ ও শাহাবুদ্দিন গ্রুপ ওঠেপড়ে লেগেছে। আর চনপাড়া দখলকে কেন্দ্র করে ওই ৩ গ্রুপ আলাদাভাবে বিভিন্ন সময় সশস্ত্র মহড়া দিয়ে আসছে। তবে দুপুরের পর থেকে এলাকায় পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে।

Link copied!