নিউমার্কেটে তাবলীগ জামাতের দুই দলের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৭, ২০২৩, ০৪:৫১ এএম

নিউমার্কেটে তাবলীগ জামাতের দুই দলের সংঘর্ষে নিহত ১

প্রতীকী ছবি

রাজধানীর নীলক্ষেতের একটি মার্কেটের মসজিদের ভেতরে তাবলীগ জামাতের সাদ ও জুবায়ের পন্থী দুই গ্রুপের মারামারির ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম শামসুল হক (৫৫)।

বুধবার (২৬ জুলাই) আসরের নামাজের পর নীলক্ষেত জিলানী মার্কেটের ৩য় তলার পাঞ্জেগানা মসজিদে এই মারামারির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত শামসুল হকসহ তারা সাদপন্থী। সপ্তাহে বুধবার তারা সাদপন্থীরা আসরের নামাজের পর মসজিদের ভেতর ধর্মীয় বয়ান করেন। আজ ১০-১২ জন সাদপন্থী সেই বয়ানে অংশ নেন। তখন যুবায়ের পন্থী আনোয়ার হাওলাদার (৪০) তাদেরকে খারাপ ভাষায় শাসিয়ে মসজিদ থেকে বের হয়ে যেতে বলেন। গোলাম সাব্বির এরশাদ প্রতিবাদ করায় আনোয়ার তাঁর পাঞ্জাবির কলার ধরে টেনে মসজিদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন আনোয়ারকে বাধা দেন শামসুল হক। ক্ষিপ্ত হয়ে তার বুকে কিলঘুষি মারের আনোয়ার। এতে মসজিদের ভেতরই অচেতন হয়ে পড়েন শামসুল। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, অচেতন অবস্থায় তাকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Link copied!