নিখোঁজের ২৮ দিন পর ‘মায়ের মরদেহ’ শনাক্তের দাবি মরিয়মের

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৩, ২০২২, ০৮:৪৬ পিএম

নিখোঁজের ২৮ দিন পর ‘মায়ের মরদেহ’ শনাক্তের দাবি মরিয়মের

খুলনার দৌলতপুরের বণিকপাড়া থেকে নিখোঁজ রহিমা খাতুনের (৫৫) মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুক স্ট্যাটাসে রহিমা খাতুনের মেয়ে মরিয়ম মান্নান দাবি করেন, 'আমার মায়ের লাশ পেয়েছি আমি এই মাত্র।'

২৮ দিন ধরে নিখোঁজ মা রহিমা বেগমের (৫৫) সন্ধানে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহে যান মরিয়ম ও তার পরিবারের সদস্যরা। সকালে কাপড় দেখে মায়ের মরদেহ দাবি করেছেন মরিয়ম। তবে পুলিশ বলছে, ডিএনএ টেস্ট ছাড়া মরদেহ চূড়ান্ত শনাক্ত করা সম্ভব নয়।

ময়মনসিংহের ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, উদ্ধার হওয়া ওই নারীর মরদেহ অর্ধগলিত ছিল। তার কাপড় ও আলামত সংগ্রহ করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে মরিয়ম ও তার বোনেরা থানায় এসেছেন। তারা মৃত ওই নারীর স্যালোয়ার দেখে বলছেন তার মায়ের সাথে মিলছে। আসলে এভাবে শনাক্ত করা সম্ভব না। ডিএনএ টেস্ট ছাড়া সঠিকভাবে শনাক্ত করা সম্ভব নয়। ডিএনএ টেস্টসহ পরবর্তী ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আজ শুক্রবার দুপুরে মরিয়ম মান্নান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 'লাশটা পঁচাগলা অবস্থায় পেয়েছেন তারা। আমি অফিসিয়াল প্রমাণের জন্য অপেক্ষা করছি। আমার মায়ের কপাল, আমার মায়ের হাত, আমার মায়ের শরীর  আমি কীভাবে ভুল করি। আমি সন্দেহ করি এটা আমার মা। অফিসিয়াল কাজের পরে আমি নিশ্চিত করবো। ফুলপুর থানা, ময়মনসিংহ, ময়মনসিংহ পিবিআই এবং র‌্যাব-১৪ আমাকে সার্বিক সহোযোগিতা করছেন এই বিষয়ে। অফিসিয়াল কাজ শেষ হওয়ার পরে আমি সবার সঙ্গে কথা বলবো প্লিজ।'

গত ২৭ আগস্ট রাত ১০টার দিকে খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকার বাসার উঠানের নলকূপে পানি আনতে যান রহিমা বেগম। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

Link copied!