নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৯, ২০২১, ০২:৪৩ এএম

নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নির্বাচনি সহিংসতায় ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাজ্জাদুর রহমান সজিব (২৫) নামের এক জনের মৃত্যু হয়েছে। 

রবিবার (২৮ নভেম্বর) বিকেল ৩ টায় ইছাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ভোটকেন্দ্রে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের এলোপাথাড়ি চাপাতির আঘাতে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোট চলাকালে ওই ওয়ার্ডে নৌকার বিদ্রোহী প্রার্থী আমির হোসেন খানের আনারস মার্কার সমর্থক মাহবুব মিজি, মাসুদ লেনজাসহ একদল সন্ত্রাসী ব্যালট পেপার আলাদা করে জোরপূর্বক অবৈধভাবে সিল মারার চেষ্টা করলে ওই ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সজিবের নেতৃত্বে নৌকার সমর্থকরা বাধা দেয়। ফলে দুইপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। 

এ সময় মাসুদ ও মাহবুব রামদা দিয়ে সজিবকে কুপিয়ে আহত করে। একইসঙ্গে তাকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করে গুলি ছুড়ে তারা পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয়। পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সজিবের লাশ চাঁদপুর সদর হাসপাতালে আছে, ময়নাতদন্তের পর এ বিষয়ে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!