পঞ্চগড়ে সংঘর্ষ: আরও ২ মামলা দায়ের, গ্রেপ্তার ১৯৩

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৪, ২০২৩, ০৫:৩৩ পিএম

পঞ্চগড়ে সংঘর্ষ: আরও ২ মামলা দায়ের, গ্রেপ্তার ১৯৩

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় আরও দুইটি মামলা দায়ের করেছে পুলিশ। এ নিয়ে মামলার সংখ্যা দাঁড়ালো ২৫টি। এসব মামলায় মোট ১৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

মঙ্গলবার সকালে পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) এস এম সিরাজুল হুদা দ্য রিপোর্ট ডট লাইভকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এস এম সিরাজুল হুদা জানান, পঞ্চগড় সদর ও বোদা থানায় আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় মোট ২৫টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে পঞ্চগড় সদর থানায় ২০টি ও বোদা থানায় ৫টি। এসব মামলায় মঙ্গলবার সকাল পর্যন্ত মোট ১৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে পুলিশের পাশাপাশি র‍্যাব নিয়োজিত রয়েছে।”

প্রসঙ্গত, গত মার্চ আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে শহরের চৌরঙ্গী মোড়ে তেঁতুলিয়া-ঢাকা মহাসড়ক অবরোধ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় শাখাসহ বেশ কয়েকটি সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। পুলিশের ওপর হামলা করে ইট পাটকেল ছুড়তে থাকে বিক্ষোভকারীরা।

 

এসময় পুলিশও অসংখ্য টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এরই মধ্যে শহরের বিভিন্ন এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশ ও বিজিবির গাড়ি ভাঙচুর, ট্রাফিক পুলিশের অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া আহমদিয়াদের বেশকিছু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। সংঘর্ষে আহমদিয়া সম্প্রদায়ের একজন এবং মুসল্লিদের মধ্যে একজন নিহত হন।

Link copied!