পদত্যাগ করেননি উপাচার্য, আমরণ অনশনে শাবিপ্রবির শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৯, ২০২২, ১১:৫৬ পিএম

পদত্যাগ করেননি উপাচার্য, আমরণ অনশনে শাবিপ্রবির শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় এবার আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা।

আজ বুধবার বিকেল ৩টায় উপাচার্যের বাসভবনের সামনে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

এর আগে, আজ দুপুর ১২টার মধ্যে উপাচার্যের পদত্যাগের সময়সীমা বেঁধে দিয়েছেলিন আন্দোলনরত শিক্ষার্থীরা।

গতকাল রাতে টানা ২ দিনের আন্দোলনের পর শিক্ষার্থীরা উপাচার্যকে পদত্যাগে আজ দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেন। এর মধ্যে পদত্যাগ না করলে আমরণ অনশন শুরুর ঘোষণাও দেন তারা।

গত রোববার প্রাধ্যক্ষের অপসারণসহ ৩ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের তৃতীয় দিনে আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিচার্জ করে, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে পুলিশ।

সোমবার রাতে ২০০ থেকে ৩০০ অজ্ঞাতনামা শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

পুলিশের এ মামলা 'হয়রানিমূলক' দাবি করে তা প্রত্যাহারে গতকাল রাত ১০টা পর্যন্ত সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। সময় শেষেও মামলা প্রত্যাহার না করায় সারারাত ক্যাম্পাসে অবস্থান করে তারা বিক্ষোভ করেন।

Link copied!