পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা লাগার ঘটনাকে ছোট করে দেখা যাবে না: সেতুমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩১, ২০২১, ০৯:২২ পিএম

পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা লাগার ঘটনাকে ছোট করে দেখা যাবে না: সেতুমন্ত্রী

পদ্মা সেতুর স্প্যানে বারবার ফেরির ধাক্কা লাগার ঘটনাকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা লাগা স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, এ ঘটনাকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। এব্যাপারে    তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন মন্ত্রী।

এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৭টার দিকে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানে ‘ওয়ান বি’ স্প্যানের সঙ্গে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লাগে। এতে স্প্যানের ক্ষতি না হলেও ফেরির মাস্তুল ক্ষতিগ্রস্ত হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক জানান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিটি মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ছিল। গত ৯ আগস্ট পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেওয়ায় ক্ষতিগ্রস্ত হওয়া এই ফেরিটিকে মেরামত শেষে ফেরিটিকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে পাঠানো হচ্ছিল। যাওয়ার পথে ফেরিটি পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানের স্প্যানে লেগে এর মাস্তুলটি ভেঙে যায়।

তিনি আরও বলেন, ‘ফেরির মাস্তুল সেতুর স্প্যানে লাগাটা একটি বড় দুর্ঘটনা। সেতু অতিক্রম করার আগেই মাস্তুলটি নামিয়ে ফেলা উচিত ছিল। কিন্তু সংশ্লিষ্টরা সেটি করেনি। তারা অবশ্যই দায়িত্ব অবহেলা করেছেন। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’।

এর আগে, ৯ আগস্ট একই পিলারে ধাক্কা দেয় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। তারপর, ফেরি কাকলি গত ১৩ আগস্ট পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। এর আগে, গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে আঘাত করে।

 

Link copied!