পদ্মায় বন্ধুকে বাঁচাতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৮, ২০২২, ০৮:৩৫ পিএম

পদ্মায় বন্ধুকে বাঁচাতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে নগরীর বড়কুঠি পদ্মারঘাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এরা হল, নগরীর বড়কুঠি এলাকার সারিক হোসেনর ছেলে নীরব (১৫) ও একই এলাকার সায়দে আলীর ছেলে শাহীন।

স্থানীয় সূত্র জানায়, নিরব ও শাহীন রাজশাহী লোকনাথ উচ্চবিদ্যালয় ও মডেল স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল। রাজশাহী মহানগর বোয়ালিয়া মডেল থানার (ওসি) মাজহারুল ইসলাম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বড়কুঠির কাছে পদ্মা নদীতে নিরব, শাহিন ও সাজেদসহ আট থেকে ১০ বন্ধু গোসল করতে নামে। এর মধ্যে হঠাৎ সাজেদ পানিতে ডুবে যায়। তখন তাকে বাঁচাতে যায় নিরব ও শাহিন।

‘সাজেদকে উদ্ধার করে তারা দুইজন পানিতে ডুবে যায়। সাজেদ পাড়ে উঠে আসে। তারা তিনজনের কেউ সাঁতার জানে না।’

ওসি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত গিয়ে নিরব ও শাহিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওই দুই শিক্ষার্থীর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

Link copied!