সারাদেশে 'শাট ডাউনের ঘোষণা' যে কোনো সময়

নিজস্ব প্রতিবেদক

জুন ২৫, ২০২১, ০৪:৫৩ এএম

সারাদেশে 'শাট ডাউনের ঘোষণা' যে কোনো সময়

সংক্রমণ রোধে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ মেনে যে কোন সময় সারাদেশে শাট ডাউন ঘোষণা হতে পারে বলে জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি জানান, করোনা পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। প্রয়োজনে বিধিনিষেধ আরও কঠোর হবে।

এর আগে সারা দেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শাট ডাউনের’ সুপারিশ করে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বৃহস্পতিবার (২৪ জুন) এই সুপারিশ প্রদান করে একটি প্রেস বিজ্ঞপ্তি দেন কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ। জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩৮তম সভার সিদ্ধান্ত অনুসারে জানানো হয়, ডেলটা প্রজাতির সামাজিক সংক্রমণ চিহ্নিত হয়েছে দেশে এবং এ কারণে দ্রুত বাড়ছে রোগীর সংখ্যা। এই জাতীয় করোনা ভাইরাস খুব দ্রুত রোগ ছড়ায়। 'কঠোর ব্যবস্থা' গ্রহণ ছাড়া এর প্রতিরোধ সম্ভব নয় বলে কমিটিতে সিদ্ধান্ত গৃহীত হয়।

এক্ষেত্রে প্রতিবেশী দেশের উদাহরণ টেনে বলা হয়, সেখানেও কঠোর অবস্থান নেয়া হয়েছে। কমিটির সুপারিশে বলা হয়, শুধু জরুরি সেবা ছাড়া সকল সার্ভিস এবং অফিস-আদালত বন্ধ করে দেয়া উচিত।

এ ছাড়াও দেশে ৮০ শতাংশ মানুষকে কোভিড১৯ ভ্যাকসিনের আওতায় নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানায় কমিটি।

প্রতিমন্ত্রী জানান, জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এই সুপারিশ বিবেচনায় রাখা হয়েছে। যে কোন সময় 'শাট ডাউন' ঘোষণা করা হতে পারে।

Link copied!