পরীক্ষায় এ প্লাস না দিলে বোর্ডমোড ভেঙ্গে ফালবানে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১০, ২০২২, ০৫:৩৪ এএম

পরীক্ষায় এ প্লাস না দিলে বোর্ডমোড ভেঙ্গে ফালবানে

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শিক্ষককে হুমিক দেওয়া মনির হোসেন নামে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের এক নেতার বক্তব্য।

গতকাল শুক্রবার দেশব্যাপী  প্লিজম কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের হয়ে বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ডের অধীনে অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে ছয় ও তিনমাস মাস মেয়াদি কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কালীগঞ্জ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেনসহ বেশ কয়েকজন নেতা। একপর্যায়ে মনির হোসেন পরীক্ষার হলে মোবাইলে ফেসবুক লাইভে এসে নানা বিষয়ে কথা বলেন। এমনকি এ প্লাস না দিলে ‘বোর্ডমোড’ ভেঙ্গে ফেলার হুমকি দেন এক শিক্ষককে।

তিনি ওই  শিক্ষককে বলেন,“ এ প্লাস না দিলে বোর্ডমোড ভেঙ্গে ফালবানে।”এসময় পরীক্ষার হলে ছাত্রলীগের অন্যান্য নেতারা তার কথায় হাসছিলেন।

পরীক্ষার হলে ফেসবুক লাইভে হুমকিসহ নানা বিষয়ে কথা বলার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এমতাবস্থায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি কালীগঞ্জ শাখা ছাত্রলীগ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে। শনিবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে  বলা হয়, ‘ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, ঝিনাইদহ জেলা শাখার অন্তর্গত বাংলাদেশ ছাত্রলীগ, কালীগঞ্জ উপজেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।’  

Link copied!