পরীমনির বিরুদ্ধে নাসিরের মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

আদালত প্রতিবেদক

এপ্রিল ২৭, ২০২৩, ০৯:৫৮ পিএম

পরীমনির বিরুদ্ধে নাসিরের মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছেন আদালত। আসছে  ১৫ মে প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেন।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী  সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন তারিখ ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাশেদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন ঢাকা বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলায় মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়।

মামলার অন্য দুই আসামি হলেন- পরীমনির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।

Link copied!