পলিব্যাগ যেন ড্রেনে ফেলা না হয়: মেয়র আতিকুল

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২২, ২০২১, ১২:৪৬ এএম

পলিব্যাগ যেন ড্রেনে ফেলা না হয়: মেয়র আতিকুল

রাজধানীতে কোরবানি হওয়া পশুর বর্জ্য ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।এসময় তিনি পলিব্যাগ ড্রেনে না ফেলে নির্ধারিত স্থানে রাখতে নগরবাসীকে অনুরোধ করেন।  

বুধবার (২১ জুলাই) ঈদ উল আজহার প্রথম ও প্রধান দিনে বেলা আড়াইটার দিকে ডিএনসিসির বর্জ্য অপসারণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও সাঈদ নগর পশুর হাট পরিদর্শন করেন।

সারাদেশে চলছে ঈদ উল আজহা উদযাপন। এ উপলক্ষ্যে দেশের অন্যান্য স্থানের মতো রাজধানীতে সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে ও নিজ বাড়ির আঙ্গনায় সামর্থবান মুসলমান পশু কোরবানি দিচ্ছেন।

কোরবানির বর্জ্য অপসারেণের লক্ষে মাঠ পর্যায়ে ডিএনসিসির সাড়ে ১১ হাজার কর্মী কাজ করছে জানিয়ে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, এই বর্জ্য ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করা হবে। বর্জ্য পরিষ্কার করতে পুরো জায়গা জীবাণুমুক্ত করার জন্য ‘স্প্রে ক্যানোন’ এর ব্যবস্থা রাখা হয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, ‘সিটি করপোরেশনের পক্ষ থেকে ৯ লাখ ৭০ হাজার পলিব্যাগ প্রদান করা হয়েছে বর্জ্য অপসরনের জন্য। নগরবাসীকে অনুরোধ করছি পলিব্যাগ যেন ড্রেনে ফেলা না হয় এ বিষয়ে সতর্ক থাকতে।’

তিনি বলেন, ঈদের ৩দিন অবধি গরু কোরবানি করার নিয়ম থাকলেও প্রথমদিনেই ৯০ ভাগ পশু কোরবানি হয়ে যায়। আজ (২১ জুলাই) রাত ১২ টার মধ্যে এইসব কোরবানির বর্জ্য পরিশোধন করা হবে।’

এসময় এডিস মশার উপদ্রপ বৃদ্ধি রোধে সকলের সহযোগিতা কামনা করেন।পাশপাশি এডিস মশার বংশবৃদ্ধি রোধে বাসার বা ভবনের ছাদে দই রাখার শূন্য হাড়ি বা অন্যান্য সামগ্রী না রাখারও পরামর্শ দেন ডিএনসিসি মেয়র।

Link copied!