পাটকলের দায়-দেনা পরিশোধে ৫৭৪ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক

মে ২৬, ২০২২, ১২:০৮ এএম

পাটকলের দায়-দেনা পরিশোধে ৫৭৪ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ

বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) বন্ধ মিলগুলোর পাওনা ও অন্যান্য দায়-দেনা পরিশোধে ৫৭৪ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এই অর্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পাওনা, কাঁচা পাট সরবরাহকারীদের পাওনা ও অন্যান্য দায়-দেনা পরিশোধে খরচ করা হবে। 

বরাদ্দ অর্থ সংশ্লিষ্ট মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের, কাঁচা পাট সরবরাহকারী এবং স্টোর সরবরাহ/ক্যারিং সংশ্লিষ্ট সরবরাহকারীদের সুনির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে। এক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। অব্যাহত লোকসানের মুখে দেশের বিভিন্ন এলাকায় পাটকল বন্ধ করে সরকার। যদিও শ্রমিকরা এরপর থেকে বিক্ষোভ করে আসছে বন্ধ পাটকল খুলে দেওয়ার দাবিতে।   

Link copied!