পুলিশের ভয়ে পানিতে ঝাপ: ৪ দিন পর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

মে ৫, ২০২২, ০৩:১৩ এএম

পুলিশের ভয়ে পানিতে ঝাপ: ৪ দিন পর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুলিশের তাড়ায় পানিতে ঝাঁপ দিয়ে বাবু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পানিতে ঝাঁপ দেবার ৪ দিন পর বুধবার (৪মে) নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

উপজেলার বাগবাড়ি এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত বাবু ওই এলাকার শোভা মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরে ব্যবসা করতেন।

এ ঘটনায় গ্রেফতার অভিযান পরিচালনাকারী পুলিশের এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, হাসিনা নামে এক নারীর অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় বাবুর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে ওই নারী বাবুর বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত রবিবার (০১ মে) রাতে বাবুকে গ্রেফতার করতে পুলিশ এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ দেখে ভয়ে বাবু বাড়ির পাশে একটি ডোবায় ঝাঁপ দেন। পরে পুলিশ চলে গেলে এলাকাবাসী খোঁজাখুঁজি করলেও তখন তাকে পাওয়া যায়নি। এ ঘটনার চারদিন পর বুধবার সকালে ওই ডোবায় বাবুর মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। মিথ্যা অভিযোগে পুলিশ ধাওয়া না দিলে বাবুর মৃত্যু হতো না দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চেয়েছেন স্বজনরা।
 
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক সাহা জানান, এ ঘটনায় গ্রেফতার অভিযানে যাওয়া থানা পুলিশের উপ-পরিদর্শক রওশন ফেরদৌসকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Link copied!