পোল্যান্ডে হামলার শিকার রাশিয়ার রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

মে ১০, ২০২২, ০১:১৬ এএম

পোল্যান্ডে হামলার শিকার রাশিয়ার রাষ্ট্রদূত

পোল্যান্ডে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রিয়েভ হামলার শিকার হয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈন্যদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের সময় তার ওপর দফায় দফায় রক্তের মতো লাল রঙ ছুড়ে এই হামলা চালানো হয়।

সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ-র বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, রাষ্ট্রদূত আহত হননি। তিনি নিরাপদে আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, হামলার সময় ইউক্রেনের পতাকা হাতে একদল লোক তাকে ঘিরে রেখেছে।

রাশিয়ার দূতাবাস জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে পোলিশ কর্তৃপক্ষ এ বছর ঐতিহ্যবাহী পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান বাতিলের পরামর্শ দিয়েছিল। দূতাবাস ‘বিজয় দিবসের’ সকল অনুষ্ঠান এ বছর বন্ধ রেখেছে। তবে সোমবার রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রিয়েভের সামরিক কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণের করবেন বলে সিদ্ধান্ত স্থির হয়।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিয়া জাখারোভা নিন্দা জানিয়ে এই হামলাকে ‘নব্য-নাৎসিবাদের সমর্থকদের’ কাজ বলে আখ্যা দিয়েছেন।

৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৎকালীন সোভিয়েত বাহিনীর হাতে জার্মান নাৎসি বাহিনীর পরাজয়ের দিনটিকে ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে রাশিয়া। আজ সোমবার ওই বিজয়ের ৭৭তম বার্ষিকী। এ উপলক্ষে ওই পুষ্পার্ঘ্য অর্পণ করতে গিয়েছিলেন রাষ্ট্রদূত।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পোল্যান্ড ৩০ লাখ শরণার্থীকে গ্রহণ করেছে। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা এ মাসে জানিয়েছেন, এখনো সেখানে অন্তত ২০ লাখ শরণার্থী অবস্থান করছে।

Link copied!