প্রথম আলোর সাংবাদিককে আটক

নিজস্ব প্রতিবেদক

মে ১৮, ২০২১, ০৬:৩০ এএম

প্রথম আলোর সাংবাদিককে আটক

পাঁচ ঘণ্টার বেশি সময় সচিবালয়ে স্বাস্থ্য সচিবের পিএস-এর কক্ষে আটকে রেখে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে। সরকারি নথি অগোচরে সরানোর অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার (১৭ মে) বেলা সাড়ে তিনটার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। রোজিনার বোনের ভাষ্যমতে, তাকে সেখানে একটি কক্ষে আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে রাতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

শাহবাগ থানার পুলিশের কর্মকর্তা আরিফুর রহমান জানিয়েছেন, ঐ সাংবাদিকের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র সরানো এবং অনুমতি ছাড়া মোবাইল দিয়ে ছবি তোলার অভিযোগ পাওয়া গেছে। এসব কিছু অসৎ উদ্দেশ্যে নেয়া হয়েছে বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ বাদী হয়ে এ বিষয়ে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

 

 

Link copied!