পয়লা বৈশাখে কোন নিরাপত্তা হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৩, ২০২২, ১১:৫০ পিএম

পয়লা বৈশাখে কোন নিরাপত্তা হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

বাংলা বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কোন ধরণের জঙ্গি হামলা বা নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পয়লা বৈশাখ উদযাপিত হবে।  এ উপলক্ষে চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এছাড়া রমনা বটমূলসহ রাজধানীর অন্যান্য উৎসবস্থল সেজেছে নতুন সাজে। 

আজ বুধবার দুপুরে রাজধানীর রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন র‌্যাব মহাপরিচালক। তিনি জানান, পয়লা বৈশাখকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য বছরের মতো এবারও র‌্যাব নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্তসংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে।

র‌্যাবের মহাপরিচালক বলেন, রাজধানীর রমনার বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রসরোবর, শিল্পকলা একাডেমি, বিআইসিসি ভবন, নজরুল একাডেমি, উত্তরা মাঠসহ বিভিন্নস্থানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব এলাকায় র‌্যাব সদস্যরা মোতায়েন থাকবে। রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলা ইনস্টিটিউটসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‌্যাবের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াড থাকবে বলে জানান আব্দুল্লাহ আল মামুন । 

Link copied!