ফেনীতে বিস্কুট কারখানায় আগুনে ক্ষয়ক্ষতি

দ্য রিপোর্ট

ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০৪:৫৭ পিএম

ফেনীতে বিস্কুট কারখানায় আগুনে ক্ষয়ক্ষতি

ফেনীর কাশিমপুরে স্টার লাইন ফুড প্রোডাক্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৩০ কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে তা চারপাশে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক পুর্ণচন্দ্র মুদসুদ্দী।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফেনী, সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাতভর চেষ্টার পরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে।

কারখানায় কর্মরত শ্রমিকরা জানিয়েছেন, কারখানায় নাইট শিফটে প্রায় পাঁচশ শ্রমিক কাজ করছিলেন। আগুনের সংবাদ শুনে তারা কারখানা থেকে যে যেভাবে পেরেছেন বের হয়ে গেছেন। ভেতরে কোনো শ্রমিক আটকা পড়েছেন কি-না তা জানাতে পারেননি তারা।

কারখানার কার্টনের ইউনিট থেকে আগুন দ্রুত দ্বিতীয় ও তৃতীয় তলায় ছড়িয়ে পড়ায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

Link copied!