ফের রক্তাক্ত পাহাড়, রোয়াংছড়িতে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

মে ৯, ২০২৩, ০২:৩০ এএম

ফের রক্তাক্ত পাহাড়, রোয়াংছড়িতে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ৩

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় আবারও  দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ হয়েছে। সোমবার ভোরে এ সংঘর্ষে  ৩ জন মারা গেছেন। উপজেলার ক্যাপ্লাং ও পাইখ্যং পাড়ার মধ্যবর্তি জঙ্গল থেকে তাদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মান্নান বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন। তবে কাদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

ওসি আব্দুল মান্নান বলেন, “সোমবার বিকাল ৪টার দিকে ক্যাপ্লাং ও পাইখ্যং পাড়ার মাঝখানের পাহাড়ের জঙ্গল থেকে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করেছে। নিহতরা সবাই আদিবাসী সম্প্রদায়ের। পাহাড়ের কোন আঞ্চলিক গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি।” ময়নাতদন্তের জন্য মরদেহগুলো সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

স্থানীয় ও থানা সূত্র জানায়, সোমবার ভোরে উপজেলা থেকে ১৫ কিলোমিটার দূরের ক্যাপ্লাং ও পাইখ্যং পাড়ার মাঝ খানের এলাকায় ব্যাপক গোলাগুলি হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করে। পরে পুলিশ বিকেল ৪টার দিকে ক্যাপ্লাং ও পাইখ্যং পাড়ার মাঝখানের পাহাড়ের জঙ্গল থেকে ৩জনের মরদেহ উদ্ধার করে।  

এদিকে, রোয়াংছড়ি উপেজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, মূলত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক একটি দলের দু’গ্রুপের সংঘর্ষ হয়। এতে থানা পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের নাম ও পরিচয় জানা যায়নি।”

Link copied!