বাজেট ২০২৩-২৪

ফোন উৎপাদনে বসছে ভ্যাট; খুচরা পর্যায়ে বাড়বে দাম

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৯, ২০২৩, ০৭:৫৯ পিএম

ফোন উৎপাদনে বসছে ভ্যাট; খুচরা পর্যায়ে বাড়বে দাম

২০১৮ সালে মোবাইল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে বাজেটে বড় ধরনের শুল্কছাড় দেয়া হয়। মোবাইল ফোন আমদানিতে ৫৭ শতাংশ শুল্কের বিপরীতে দেশে উৎপাদন কিংবা সংযোজনে প্রায় ১৬ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়। এ সুবিধার সুযোগ নিয়ে দেশে মোবাইল উৎপাদন শুরু করে স্যামসাং, টেকনো, ভিভোসহ ১৪টি প্রতিষ্ঠান। তাদের উৎপাদিত মোবাইল ফোন দিয়ে মিটছে দেশের চাহিদার ৯৫ ভাগ।

এদিকে আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন উৎপাদনে বসছে ভ্যাট। বাড়ছে হ্যান্ডসেট সংযোজনে ভ্যাটের হারও। ফলে বাড়বে খুচরা পর্যায়ে মোবাইল ফোনের দাম।

আরও পড়ুন: কেন দেরিতে ফোন চার্জ হয়

চলতি অর্থবছরে ব্যবসায়িক পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। উৎপাদক, ডিলার ও খুচরা– এ তিন স্তরে যা বেড়ে দাঁড়ায় ১৫ শতাংশ। এতে প্রতিটি হ্যান্ডসেটে দাম বেড়ে যায় প্রায় তিন হাজার টাকা।

এর মধ্যেই প্রথমবারের মতো হ্যান্ডসেট উৎপাদনে ৫ শতাংশ ভ্যাট বসাচ্ছে সরকার। একই সঙ্গে সংযোজনে দুই ক্যাটাগরিতে বসতে পারে সাড়ে ৭ থেকে ১০ শতাংশ ভ্যাট।

প্রসঙ্গত, বর্তমানে দেশে স্মার্টফোন ব্যবহারকারী সাড়ে চার কোটি আর মোবাইল ফোনের বাজার প্রায় ১৫ হাজার কোটি টাকার।

Link copied!