ব্রাজিলের দক্ষিণাঞ্চলে রিও গ্রান্দে দো সুল রাজ্যে ভারী বৃষ্টি ও বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছেছে। এছাড়া ১২৬ জনের মতো নিখোঁজ রয়েছে। এ অবস্থায় রাজ্যের ১ লাখ ১৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
বুধবার (৮ মে) আল জাজিরার একটি প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, বন্যায় রাজ্যের প্রায় ৪০০ পৌরসভার বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি।
দেশটির জাতীয় দুর্যোগ কেন্দ্র জানিয়েছে, রাজ্যের দক্ষিণাঞ্চল বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে। কেননা আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে। এছাড়া রিও গ্র্যান্ডে দো সুলেতে সুপেয় পানির অভাব দেখা দিয়েছে। এমনকি ইন্টারনেট সংযোগ এবং টেলিফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। বন্যা কবলিত এলাকায় দেড় লাখ সেনা, ফায়ারফাইটার, পুলিশ ও স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে ত্রাণ তৎপরতা চালানোর জন্য।
ইতোমধ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে মন্ত্রিসভার অনেক সদস্য ছিলেন। তারা স্থানীয় সরকারের সঙ্গে উদ্ধারকাজ ও পুনর্বাসন নিয়ে আলোচনা করেছেন।