মে ৮, ২০২৪, ০৯:১২ পিএম
প্রত্যাবর্তনের গল্প লিখে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ১-০ গোলে পিছিয়ে যায় ১৪ বারের শিরোপাধারীরা। রিয়াল মাদ্রিদ আবার ২টি গোল দিয়ে সেমিফাইনালের দ্বিতীয় লেগ জিতে নেয় ২-১ ব্যবধানে। দু লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জিতে লন্ডনের শিরোপা নির্ধারণী ম্যাচে তারা। ১ জুন ফাইনালে তাদের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড।
রিয়াল মাদ্রিদের হয়ে জোড়া গোল করেন জোশেলু। যিনি শ্বাসরুদ্ধকর সময়ে মাথা ঠান্ডা রেখেছিলেন ডি বক্সে। আরও একটি ফাইনালে রিয়াল তার জন্য।
ম্যানুয়েল নয়্যার পুরো ম্যাচে শার্প ছিলেন। ভুল একটা তিনি করলেন। প্রমাণ করলেন মানুষেরই ভুল হয়। কিন্তু সে ভুল রিয়াল মাদ্রিদকে গোল এনে দিল ম্যাচে ৮৮ মিনিটে। সমতায় ফেরার নেশায় পাগলপ্রায় মাদ্রিদ। কারণ ৬৮ মিনিটে আলফনসো ডেভিসের গোল পিছিয়ে গিয়েছিল রিয়াল। হ্যারি কেইন সুন্দর পাস দিয়েছিলেন।
২ মিনিট পর (৯০+১) জোশেলু নায়ক। অফ সাইড ট্র্যাপ কাটিয়ে গোল করেন তিনি। আর সুন্দর পাসটি দেন রুডিগার। ৩ মিনিটে ২ গোল দিয়ে বায়ার্ন মিউনিখের হাত থেকে ম্যাচ ছিনিয়ে আনেন তিনি। অল জার্মান ফাইনাল আর হয়নি। লন্ডনে স্পেন ও জার্মানির ক্লাব লড়বে। আগের সেমিফাইনালে পিএসজিকে হারিয়ে ফাইনালে উঠেছে ডর্টমুন্ড।
জার্মান ওয়াল খ্যাত নয়্যার পারলেন না। ভিনি ও রড্রিগোর অনেক সুযোগ রুখে দেন। প্রথমার্ধে রিয়াল দুটি গোল পেতে পারতো। একবার বারে লেগে ফেরে। আরেকবার বজ্রকঠিন হাতে আটকে দেন নয়্যার।
আবার ভিনি ও রড্রিগো গোল মিসও করেছেন। বায়ার্ন মিউনিখ চেষ্টা করে টপকাতে পারল না। রিয়ালের সামনে এখন ১৫তম চ্যাম্পিয়নস লিগ জয়ের হাতছানি।