সাংবাদিক হত্যা

বহিষ্কৃত সেই বাবু চেয়ারম্যানের একটি অডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

জুন ২১, ২০২৩, ১২:২৪ এএম

বহিষ্কৃত সেই বাবু চেয়ারম্যানের একটি অডিও ভাইরাল

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। ইনসেটে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম

জামালপুরের বকশীগঞ্জের আলোচিত সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর একটি অডিও ভাইরাল হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ে।

স্থানীয় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রধান আসামি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু এরইমধ্যে গ্রেপ্তার হয়ে জেলে আছেন। 

২৬ সেকেন্ডের এই অডিও রেকর্ডটি আগে ধারণ করা। বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর কণ্ঠ হিসেবে শনাক্ত করেছেন স্থানীয়রা। ওই অডিও ক্লিপে বাবুকে বলতে শোনা যায়, ‘নাদিম সাংবাদিককে আমি মনে করব, এদের জন্য দায়-দায়িত্ব উপজেলা আওয়ামী লীগের। নাদিম সাংবাদিককে ঠিক করতে ১ মিনিটের বিষয়। আমি যামু ওরে শাসন করতে, আমার যদি উপজেলা আওয়ামী লীগ হাউ হাউ করে হাসে যে, বাবু বিপদে পড়ছে পড়ুক।’

স্থানীয় সূত্র জানায়, বাবু ওই বক্তব্যটি উপজেলা আওয়ামী লীগের একটি অভ্যন্তরীণ মিটিংয়ে দিয়েছিলেন। সেটি কেউ ধারণ করেছিল।

প্রসঙ্গত, গত বুধবার জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। নাদিম ‘বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম’–এর জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। একই সাথে ‘একাত্তর টিভির’ বকশীগঞ্জ উপজেলা সংবাদ সংগ্রাহক হিসেবেও দায়িত্ব পালন করতেন।

হামলায় সেদিন গুরুতর আহত হওয়ার পর গত বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাদিম মারা যান।

Link copied!