বাংলাদেশকে আরও ৩০ লাখ টিকা দিল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৩০, ২০২২, ০৫:০২ এএম

বাংলাদেশকে আরও ৩০ লাখ টিকা দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে ফাইজারের আরও ৩০ লাখ কোভিড-১৯ এর টিকা অনুদান হিসেবে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এনিয়ে বাংলাদেশকে মোট ৬৪ মিলিয়ন (৬ কোটি ৪০ লাখ ) ডোজ টিকা দিল যুক্তরাষ্ট্র।

শুক্রবার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এ কথা জানায়।

যুক্তরাষ্ট্র দূতাবাস বলছে, এই সংখ্যা আরও বাড়বে। ফাইজারের তৈরি টিকার এই চালানে রয়েছে নতুন ধরনের পুরো প্রস্তুতকৃত টিকা যা বাহুতে প্রয়োগের আগে কোনো মিশ্রণের প্রয়োজন নেই।

উল্লেখ্য, ২০২২ সালের মধ্যে সারা বিশ্বে বিনামূল্যে ফাইজারের তৈরি ১ বিলিয়ন ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী কোভিড-১৯ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের অংশ হিসেবে ফাইজার টিকার অনুদান দেওয়া অব্যাহত রয়েছে।

Link copied!