ইইউ ও ১২ দেশের বিবৃতি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে ওরা একটা মগের মল্লুক পেয়েছে

কূটনৈতিক প্রতিবেদক

জুলাই ২০, ২০২৩, ০২:২৩ এএম

বাংলাদেশকে ওরা একটা মগের মল্লুক পেয়েছে

সংগৃহীত ছবি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটের দিন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ ১২টি দেশের দূতাবাস, হাইকমিশন ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ বিবৃতিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এসময় ড. মোমেন বলেন, বাংলাদেশকে ওরা একটা মগের মুল্লুক পেয়েছে।

বুধবার (১৯ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পশ্চিমা দেশগুলোর দেওয়া বিবৃতি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এ সম্পর্কে আমি জানি না। আমেরিকার নিউইয়র্কে যখন-তখন লোক মেরে ফেলা হয়। তারা কি স্টেটমেন্ট দেয় কখনো? জাতিসংঘ কখনো বলেছে, আমেরিকায় লোক মারা যায় কেন?

গত জানুয়ারিতে  যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী সাইদ ফয়সাল ওরফে আরিফের নিহত হওয়ার প্রসঙ্গটি তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “একটা বাঙালি ছেলে মারা গেল। এতদিন হলো জাতিসংঘ কখনও বলেছে ওই ছেলের তদন্ত কতদূর হয়েছে? কিংবা রাষ্ট্রদূতরা দলবেঁধে কোনো বিবৃতি দিয়েছেন?”

পশ্চিমা রাষ্ট্রদূতদের তাদের দেশগুলোতে চলমান হত্যা সম্পর্কে সাংবাদিকদের জিজ্ঞাসা করার পরামর্শ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ আপনারা কেন জিজ্ঞেস করেন না (পশ্চিমা দূতদের)? প্রতিদিন লোক মারা যায়, তখন তারা কোনো স্টেটমেন্ট দেয় না। এগুলো নিয়ে আপনি প্রশ্ন করেছেন কখনও? করেছেন? ফয়সালের কথা প্রশ্ন করেছেন? কেন করেননি? আপনাদেরও এসব বিষয়ে সজাগ হওয়া উচিত। খালি আমার দেশ হলে হইচই করা শুরু করে দেয়। আর কোথাও হলে এ রকম হয়?”

হিরো আলমের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে  ড. এ কে আব্দুল মোমেন বলেন, “কারা তাকে মারলো তদন্ত করে দেখতে হবে। এমনও হতে পারে কেউ কেউ ইনভলভ ছিল, আমরা জানি না। এমনও হতে পারে আগামীর নির্বাচন চায় না, তাই অনিশ্চয়তা তৈরির জন্য এ হামলা। নির্বাচনকে বানচাল করার জন্য এ ধরনের অকাম-কুমাম শুরু করে দিয়েছে।”

প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটের দিন হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইডেনসহ ১২টি পশ্চিমা দেশের দূতাবাস ও হাইকমিশন এবং ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল।

বুধবার (১৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো ওই বিৃবতিতে বলা হয়, ‘১৭ জুলাই ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই।

আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সে জন্য আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই।’ 

যেসব দেশের দূতাবাস ও হাইকমিশন বিবৃতিতে স্বাক্ষর করেছে সেগুলো হলো- কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং  ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন।

এর আগে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতিসংঘ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিরো আলমের ওপর হামলার ঘটনার নিন্দা জানায়।

Link copied!