বাংলাদেশের নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো সুপারিশ নেই: হোয়াইটলি

কূটনৈতিক প্রতিবেদক

জানুয়ারি ১৯, ২০২৩, ০১:১৩ এএম

বাংলাদেশের নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো সুপারিশ নেই: হোয়াইটলি

আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের নির্বাচন কমিশনের কাছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো সুপারিশ নেই বলে জানিয়েছেন ইইউ’র রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।  

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইইউ’র এই হেড অব ডেলিগেশন এ তথ্য জানান।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের এই নেতা আরও বলেন, “নির্বাচন অনুষ্ঠানে ইসির প্রস্তুতি নিয়ে কমিশনের সাথে ব্যাপক আলোচনা হয়েছে। সবাই একটি অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চায়। তবে আমরা ইসির কাছে কোনো সুপারিশ করিনি। তারা তাদের কাজ করবে।”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ পর্যবেক্ষক পাঠাতে চায় উল্লেখ করে চার্লস হোয়াইটলি আরও বলেন, “নির্বাচন কমিশন বিষয়টি ইতিবাচকভাবে দেখছে। আমরা মনে করি নির্বাচন কমিশনের কাজ এবং অগ্রগতিতে প্রযুক্তিগত এবং পরিচালনা-সংক্রান্ত বিষয় নিয়ে আরও আলোচনার সুযোগ রয়েছে।

প্রসঙ্গত,বুধবার সাড়ে ১২টার দিকে ইসির সাথে ঢাকায় অবস্থিত বিদেশি মিশনের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চার্লস হোয়াইটলির নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব মিশন ব্রেন্ড স্পাইনার, ডেনমার্কের অ্যাম্বাসেডর ইউনি স্ট্র্যাপ পিটারসন, সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্ডার বার্গ বন, নরওয়ের রাষ্ট্রদূত এস্পেন রিক্টার সেভেন্ডসেন, জার্মানির রাষ্ট্রদূত আচিম টোস্টার, স্পেনের হেড অব মিশন ইগনাসিয়ো সাইলস ফার্নান্দেজ, নেদ্যারল্যান্ডসের অ্যাম্বাসেডর এনি গিরার্ড ভ্যান লুইন, ফ্রান্সের ডেপুটি হেড অব মিশন গিলিয়াম এড্রেন ডে কের্ডেল, ইতালির ডেপুটি হেড অব মিশন মাটিয়া ভেনচুরা, সুইজারল্যান্ডের অ্যাম্বাসেডর নাথালি চুয়ার্ড।

Link copied!