বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর নতুন বই

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৬:৪৭ এএম

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর নতুন বই

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে ‘বাংলাদেশ-একুশ শতকের পররাষ্ট্রনীতি: উন্নয়ন ও নেতৃত্ব’ শিরোনামে নতুন একটি বই লিখেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পদচারণা, বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নির্বাচনে বাংলাদেশের অংশগ্রহণ ও তার বাংলাদেশের পররাষ্ট্রনীতির খুঁটিনাটি স্থান পেয়েছে এই বইয়ে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে ছয় বছর প্রত্যক্ষ কাজের অভিজ্ঞতার নানা দিকও ড. মোমেনের লেখনিতে উঠে এসেছে।

এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতি ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ বিষয়ক বিস্তারিত আলোচনা বইটিতে স্থান পেয়েছে। বইটিতে আরো স্থান পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রনীতি বিষয়ক ভাবনা, পদক্ষেপ ও মানবিকতা।

কৈশোরে ‘উষশী’ পত্রিকা সম্পাদনার মধ্য দিয়ে লেখালেখির জগতে আনুষ্ঠানিক অভিষেক ঘটে ড. এ কে আবদুল মোমেনের। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা আড়াই শতাধিক।

ড. মোমেনের কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো, ‘জাতির উদ্দেশে ভাষণ: শেখ হাসিনা’, ‘শেখ হাসিনা: বিমুগ্ধ বিস্ময়’, ‘বাংলাদেশ: রোড টু ডেভেলপমেন্ট’, ‘বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়’, ‘বাংলাদেশ মার্চিং ফরোয়ার্ড’, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’, ‘বাংলাদেশ: উন্নয়ন ও ভবিষ্যত সম্ভাবনা’, ‘বাংলাদেশের স্বাধীনতা: প্রত্যাশা ও প্রাপ্তি’, ‘বঙ্গবন্ধুর ভাষণ সমগ্র ১৯৫৫-১৯৭৫’, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা: বাংলাদেশের উন্নয়ন ভাবনা ও কূটনীতি’, টেকসই উন্নয়নের পথে অভিযাত্রা: বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’, ‘সাউথ সাউথ কো-অপারেশন: ফাইন্যান্সিং এসডিজি’, ‘বাংলাদেশ কান্ট্রি অব এমপাওয়ারিং পিপল’, ‘বাংলাদেশ: ফোরটি ইয়ারস ইন দ্যা ইউএন’।

‘বাংলাদেশ-একুশ শতকের পররাষ্ট্রনীতি: উন্নয়ন ও নেতৃত্ব’ বইটি প্রকাশ করেছে নিমফিয়া পাবলিকেশন।

Link copied!