বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা নতুন যুগে প্রবেশ করলো: জয়

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৮, ২০২২, ০৭:৫৩ পিএম

বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা নতুন যুগে প্রবেশ করলো: জয়

ঢাকা নগরবাসীর স্বপ্নের মেট্রোরেল পরিষেবার প্রথম ধাপের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উদ্বোধন করেন তিনি। এর মধ্য দিয়ে বাংলাদেশ একটি আধুনিক মেট্রোরেল ব্যবস্থায় প্রবেশ করলো।  

মেট্রোরেল উদ্বোধনের আগে একে ‘বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার নতুন যুগে প্রবেশ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ।

গতকাল মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি লিখেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ ডিসেম্বর বহুল প্রতীক্ষিত মেট্রোরেল উদ্বোধন করতে চলেছেন। প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৬ বগি বিশিষ্ট ১০ সেট ট্রেন চলাচল করবে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা নতুন যুগে প্রবেশ করছে।”

মেট্রোরেলের মালিকানা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, মেট্রোরেলে চড়ে মাত্র ৪০ মিনিটেই রাজধানীর মতিঝিল থেকে উত্তরা যাওয়া যাবে।

এদিকে, উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় আরেকটি পালক আজ বাংলাদেশে সংযোজিত করতে পারলাম। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কিছুক্ষণ আগেই সেটা উদ্বোধন করতে পেরেছি। সেটা হচ্ছে মেট্রোরেল।

মেট্রোরেল চারটি মাইলফলক স্পর্শ করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, এক. মেট্রোরেল নিজেই একটি মাইলফলক। দুই. এর মাধ‌্যমে বাংলাদেশ বৈদ‌্যুতিক রেল যুগে প্রবেশ করলো। তিন. মেট্রোরেল দূর নিয়ন্ত্রণ হবে। অর্থাৎ রিমোর্ট কন্ট্রোলে নিয়ন্ত্রণ হবে। এটি আমরা যে স্মার্ট বাংলাদেশের কথা বলেছি সেই স্মার্ট বাংলাদেশ গঠনের প্রাথমিক পদক্ষেপ। চার. মেট্রোরেলে মাধ‌্যমে বাংলাদেশ দ্রুত গতি সম্পন্ন ট্রেনের যুগে প্রবেশ করলো।

Link copied!