বাম গণতান্ত্রিক জোটের হরতাল চলছে, শাহবাগে মিছিলে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৫, ২০২২, ০৩:১৮ পিএম

বাম গণতান্ত্রিক জোটের  হরতাল চলছে, শাহবাগে মিছিলে পুলিশের বাধা

জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ‍পুরান পল্টনে হরতাল সফল করতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সহকারী সাধারণ সম্পাদক ও বাম জোটের কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা ডা. হারুন অর রশীদ, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মানস নন্দীসহ বাম দলগুলোর শতাধিক নেতা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি গুলিস্তান থেকে শুরু করে কাকরাইল মোড় ঘুরে আবারও গুলিস্তান  চত্ত্বরে যেয়ে শেষ হয়।

এসময় হরতালকারীরা বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবি জানান।

হরতালের পরও সরকার দাম কমানোর পদক্ষেপ গ্রহণ না করলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

তিনি অভিযোগ করে আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে হরতাল  কর্মসূচি পালনকোলে হামলা ও বাধা দেওয়া হয়েছে। এসব উপেক্ষা করে নেতাকর্মীরা মাঠে রয়েছেন বলে দাবি তার।

এদিকে, রাজধানীর বাংলামোটর এলাকায় বামে জোটের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা বিধানচন্দ্র দাস, বাম জোটের নগর সমন্বয়ক খালেকুজ্জামান লিপন, বাসদের কেন্দ্রীয় নেতা জুলফিকার আলী, নাসিরউদ্দিন প্রিন্স, সিপিবি দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সমীরসহ নেতাকর্মীরা হরতাল সফল করতে পিকেটিং করেন।

এসময় বক্তারা বলেন, সরকার বর্তমান সংকটে মানুষ বাঁচাতে দায়িত্বশীল আচরণ না করে নিত্যপণ্যের দাম বাড়িয়েই চলেছে। সম্প্রতি মোটা চালসহ চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রভাবে সর্বত্র মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে একেবারেই অতিষ্ঠ করে তুলছে। এরপর এই মূল্যবৃদ্ধি মানুষ কোনোভাবেই সহ্য করতে পারছে না।

এদিকে, হরতাল সফল করতে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের একটি মিছিল শাহবাগ মোড়ে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এসময় নেতাকর্মীরা সড়েকের ওপর বসে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। 

অপরদিকে, হরতাল সফল করতে বাংলামোটর মোড় এলাকায় বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে  বিক্ষোভ করেন।এসময় চারপাাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী যাত্রীরা চরম ভোগন্তিতে পড়েন।

প্রসঙ্গত,  জ্বালানি তেল, সার, খাদ্যসহ নিত্যপণ্যের দাম, পরিবহন ভাড়া কমানোর দাবিতে এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল পালনের ডাক দেয়  বাম গণতান্ত্রিক জোট।

গতকাল  বুধবার পুরানা পল্টনের মুক্তিভবনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি পালনে সবার প্রতি আহ্বান জানান গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত অর্ধবেলার হরতালে সবাই ‘স্বতঃস্ফূর্ত সমর্থন’ দিয়েছে দাবি করে লিখিত বক্তব্যে তিনি দেশবাসীর প্রতি তা সফল করার আহ্বান জানান।

Link copied!