বাসে ‘হাফ পাসের’ দাবীতে বিএনপির সমর্থন

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৮, ২০২১, ১১:২৩ পিএম

বাসে ‘হাফ পাসের’ দাবীতে বিএনপির সমর্থন

বাসে ‘হাফ পাসের’ দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়েছে প্রধান বিরোধীদল বিএনপি। রোববার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ সমর্থনের কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার মুক্তি ও দেশের বাইরে উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগের নেতারা বড় বড় কথা বলে। কী উন্নয়ন করেছেন? আমার ছেলে-মেয়েরা স্কুল-কলেজে পড়ে। তারা বাস ভাড়া কমানোর জন্য আজকে রাস্তার নেমেছে। তারা বলছে- হাফ পাস দিতে হবে। কেন বলছে? কারণ, লেখাপড়ার খরচ এখন অনেক বেশি। তাদের মা-বাবা, যারা নিম্ন মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত পরিবারের মানুষ তারা হিমশিম খাচ্ছে। একদিকে চাল, ডাল, লবণের দাম বেড়েছে। অন্যদিকে বইপত্র, খাতা-কলমের দাম বেড়েছে। সেই সঙ্গে বাস ভাড়া আরও বাড়িয়ে দিয়ে তাদেরকে চরম একটা বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।”

তিনি বলেন, “এই গণবিরোধী সরকার প্রথমে ডিজেল আর কেরোসিনের দাম বাড়িয়ে দিল ১৫ পার্সেন্ট। সঙ্গে সঙ্গে বাস মালিক ও শ্রমিকদের রাস্তায় নামিয়ে দিল। এই ভাড়া বাড়নো, ফুয়েলের দাম বাড়ানো, জ্বালানি তেলে দাম বাড়ানো কার স্বার্থে? আওয়ামী লীগের এই দুর্নীতিপরায়ণ সিন্ডিকেট করে যারা পকেট ভারি করে, তাদের জন্য। আওয়ামী লীগের লোকজনের পকেট ভাড়ি করার জন্য তারা জনগণের পকেট কাটছে। সে কারণেই ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে।”

সমাবেশে আয়োজনের জন্য স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আজকে শুধু স্বেচ্ছাসেবক দল নয়, যুবদল নয়, ছাত্রদল নয়, অন্যান্য অঙ্গ সংগঠন বা বিএনপি নয়; আজকে সমগ্র দেশের মানুষ কারাগারের মধ্যে বাস করছে। একটুও শান্তি নেই, স্বস্তি নেই, মানুষরা কেউ হাসিমুখে কথা বলে না, কেউ নিরাপদে রাস্তায় নামে না, তাদের জীবন-জীবিকা চালাতে পারে না। ভয়াবহ একটা অবস্থার মধ্যে এই বাংলাদেশের মানুষ পড়েছে।”

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, অত্যন্ত অসুস্থ। গুরুতর অসুস্থ। প্রতিদিন চিকিৎসকরা তার জীবন রক্ষার জন্য পরিশ্রম করছেন। তাকে শর্ত সাপেক্ষে আটক রাখার কারণ একটাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী, যিনি এই বাংলাদেশের জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত কাজ করছেন।”

স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ অনেকে।

Link copied!