বাড়ি বানাতে পাহাড় কাটলেন বান্দরবনের আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৪, ২০২১, ১২:৫২ এএম

বাড়ি বানাতে পাহাড় কাটলেন বান্দরবনের আওয়ামী লীগ নেতা

বান্দরবানের থানচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমার বিরুদ্ধে নিজের পাকা বাড়ি নির্মাণের জন্য অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগ উঠেছে।

থানচি ইউনিয়ন পরিষদ এলাকায় অবস্থিত প্রায় ৫ একর আয়তনবিশিষ্ট একটি পাহাড় কেটে, এখন প্রায় সমতল ভূমিতে পরিণত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত ২ সপ্তাহ ধরে দুটি এস্কেভেটর দিয়ে সারা দিন-রাত পাহাড়টি কাটা হচ্ছে। পাহাড়টি থোয়াইহ্লা মং মারমার নিজস্ব সম্পত্তি। বাড়ি নির্মাণের নামে তিনি ইতোমধ্যে পাহাড়টির অনেকাংশ কেটে ফেলেছেন।

এ বিষয়ে জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্রীরুপ মজুমদার দ্য রিপোর্টকে বলেন, ‘পাহাড় কাটার অভিযোগ পাওয়া গিয়েছে। দ্রুতই সেখানে পরিদর্শন কমিটি যাবে। তথ্য প্রমাণ সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পাহাড় কাটার জন্য কোন ধরনের ছাড়পত্র দেয়া হয়নি। তাই অভিযোগ গুরুতর।’

জানা যায়, থোয়াইহ্লা মং মারমা বান্দরবান জেলা পরিষদের সদস্য ছিলেন। গত উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হয়ে নির্বাচিত হন থানচি উপজেলা চেয়ারম্যান। এরপর থেকে তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাহাড় কাটার পাশাপাশি উপজেলায় ঠিকাদারি কাজ ভাগিয়ে নিয়ে নিন্মমানের সড়ক নির্মাণ, অবৈধ পাথর উত্তোলন করে ব্যবসা করার অভিযোগ উঠেছে।

পাহাড় কাটার বিষয় অস্বীকার করে থোয়াইহ্লা মং মারমা গণমাধ্যমকে বলেন, “আমি জনপ্রতিনিধি হওয়াতে আমার পেছনে শত্রু লেগেছে, আমি কোন পাহাড় কেটে মাটি সমান করিনি।”

উল্লেখ্য, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং বাংলাদেশ ভবন নির্মাণ আইন (১৯৫২) অনুযায়ী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ।

Link copied!