বায়তুল মোকাররমে ঈদ জামাত অনুষ্ঠিত, মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদক

মে ৩, ২০২২, ০৩:৩৩ পিএম

বায়তুল মোকাররমে ঈদ জামাত অনুষ্ঠিত, মুসল্লিদের ঢল

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৮টায় ইদের দ্বিতীয় জামাত শুরু হয়।

করোনাভাইরাসের কারণে গত দুই বছর কড়াকড়ি বিধিনিষেধের আওতায় মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন। মানতে হয়েছে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। তবে মহামারি পরিস্থিতি এখন অনেকটাই শিথিল। এ কারণে এবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের জামাতে মুসল্লিদের ঢল নেমেছে।

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত সকাল ৭টায় শুরু হওয়ার কথা থাকলেও মসজিদে প্রবেশে সাড়ে ৬টার দিকেই মুসল্লিদের দীর্ঘ সারি দেখা গেছে। দক্ষিণ গেইট দিয়ে লাইন ধরে আর্চওয়ের ভেতর দিয়ে মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন।

জামাত শেষে খুতবা পেশ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি বৈশ্বিক করোনা ভাইরাসে আক্রান্ত ও নিহতদের জন্য দোয়া করা হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৯টায় সকাল ১০টায় এবং সকাল ১১টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

Link copied!