বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১, আহত প্রায় অর্ধশত

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩১, ২০২২, ০৯:৩৩ পিএম

বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১, আহত প্রায় অর্ধশত

ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন।

রবিবার বেলা ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলা জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় পুলিশ বাধা দিলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করা হয়েছে, ‌‘বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে বিনা উসকানিতে পুলিশের গুলি ও নারকীয় তাণ্ডবে যুবদলকর্মী আব্দুর রহিম শাহাদাতবরণ করেছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক নেতাকর্মী।’

ভোলা সদর থানার ডিউটি অফিসার কবির হোসেন বলেন, 'বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশের ওপর হামলা করা হলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আমি শুনেছি এ ঘটনায় একজন মারা গেছেন। তবে, বিষয়টি আমি নিশ্চিত না।'

Link copied!