প্রতিমা বিসর্জনের সময় ব্রহ্মপুত্র নদে ডুবে মারা গেলেন যুবক

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৬, ২০২২, ০৬:৪৩ এএম

প্রতিমা বিসর্জনের সময় ব্রহ্মপুত্র নদে ডুবে মারা গেলেন যুবক

রাজধানীসহ সারাদেশে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বুধবার শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এদিন সকাল ৮ টা ৫০ মিনিটে দর্পণ-বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। পরে বিকেল ৪টা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। সারাদেশে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন হয়েছে। তবে অসাবধানতায় কিছু দুর্ঘটনাও ঘটেছে।   

প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে গিয়ে জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। এদিন রাত ৮টার দিকে শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে ওই ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর নাম আকাশ (২২)। 

আকাশ জেলা সদরের নান্দিনা এলাকার সোজাউর রহমান রানার ছেলে।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ওই এলাকায় ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিজর্সন দিতে যায় হিন্দু সম্প্রদায়ের লোকজন। এ সময় আনন্দ অনুষ্ঠানে যোগ দেয় আকাশ ও তাঁর বন্ধুরা। পরে বিসর্জনের পূর্ব মুহূর্তে প্রতিমার ওপর উঠে আনন্দ করতে গিয়ে প্রতিমার নিচে চাপা পড়ে পানিতে ডুবে যান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। 

আকাশের বাবা সোজাউর রহমান রানা জানান, আকাশ প্রতি বছরই বন্ধু বান্ধব নিয়ে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে যোগ দেয়। প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে যোগ দিতে বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়। রাত সাড়ে ৮টার দিকে তারা খবর পান আকাশ প্রতিমার নীচে চাপা পড়ে পানিতে ডুবে মারা গেছে।

জামালপুর থানার ওসি কাজী শাহ্ নেওয়াজ ইমন জানান, বুধবার রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!