ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় তিন শতাধিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২০, ২০২১, ০৩:০৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় তিন শতাধিক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের সময় শহরজুড়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই তাণ্ডবের ঘটনায় এখন পর্যন্ত ৩১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

সোমবার (১৯ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তবে গ্রেপ্তারকৃতদের মধ্যে হেফাজত ইসলামের জেলা কমিটির কোনো শীর্ষস্থানীয় নেতা নেই বলে জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় জেলার বিভিন্ন থানায় এপর্যন্ত ৫৫টি মামলা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি ও সরাইল থানায় ২টি মামলা রুজু দায়ের করা হয়েছে।

বিভিন্ন থানায় এসব মামলায় এজাহারনামীয় ৪১৪ জনসহ অজ্ঞাতনামা ৩৫ হাজার লোককে আসামি করা হয়েছে। এছাড়া আখাউড়া রেলওয়ে থানায়ও একটি মামলা দায়ের করা হয়েছে।’

পুলিশ রবিবার রাত পর্যন্ত এসব মামলায় ৩১০ জন আসামিকে গ্রেফতার করেছে। জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইওয়ান) ইমতিয়াজ আহমেদ বলেন, পুলিশ ভিডিও ফুটেজ ও ছবি দেখে আসামিদের গ্রেপ্তার করছে।

এদিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মামুনুল হককে গ্রেপ্তারের পর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার দুপুর থেকে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়াও দফায় দফায় টহল অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ কর্তৃপক্ষ জানায়, হেফাজত পরবর্তী তাণ্ডব এবং চলমান লকডাউনের কারণে শহরজুড়ে পুলিশ মোতায়েন রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার প্রতিবাদে আন্দোলনকে কেন্দ্র করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তিনদিন হেফাজতের কর্মসূচি চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালানো হয়।

হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয় শতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাড়িঘর। তাণ্ডবের ঘটনার পর বেশ কয়েকদিন বিভিন্ন প্রতিষ্ঠানের দাপ্তরিক সেবা ও কার্যক্রম ব্যাহত হয়। পরে হেফাজতের কর্মী-সমর্থক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৩ জন মারা যাওয়ার খবর পাওয়া যায়।

Link copied!