ব্রিটিশ রেড লিস্ট থেকে সরলো বাংলাদেশের নাম

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৬:১৯ এএম

ব্রিটিশ রেড লিস্ট থেকে সরলো বাংলাদেশের নাম

অবশেষে বাংলাদেশের নাম সরছে ব্রিটেনের কোভিড রেড লিস্ট থেকে। আগামী বুধবার (২২ সেপ্টেম্বর) এই নিষেধাজ্ঞা ভোর চারটার পর থেকে আর এই লিস্টে বাংলাদেশের নাম থাকবে না। ব্রিটেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে, আগামী ২২ সেপ্টেম্বরের পর থেকে বাংলাদেশ থেকে যাওয়া কাউকে আর বাধ্যতামূলকভাবে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হব না।

এপ্রসঙ্গে এক ভিডিও বার্তায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেস জানান, ‘এটি খুবই সুখের সংবাদ যে, বাংলাদেশকে রেড লিস্ট থেকে বাতিল করা হয়েছে। আমি সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্য ভ্রমণকালে তাদের সরকারকে বারবার অনুরোধ করেছি আমাদরে নাম তুলে নিতে। বাংলাদেশ এবং ব্রিটেন উভয় দেশ যখন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পার করছে তখনো বাংলাদেশকে রেড লিস্টে রেখে দেওয়াটা উচিত হয়নি।

এসময় তিনি আরো বলেন, ‘আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা কৃতজ্ঞ’।

এর আগে চলতি মাসের ৬ তারিখে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিখ রাবের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ব্রিটেনের রেড লিস্ট থেকে বাংলাদেশের নাম তুলে নিতে অনুরোধ করেছিলেন। সেময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি ইতিবাচকভাবে দেখার আশ্বাস দিয়েছিলেন।

ব্রিটেনের এই নিষেধাজ্ঞার কারণে প্রায় ৭ হাজার বাংলাদেশী বাংলাদেশ থেকে আর ব্রিটেনে ফিরতে পারেনি।

উল্লেখ্য, ব্রিটেন বাংলাদেশ ছাড়াও তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ, মিশর, শ্রীলঙ্কা, ওমান এবং কেনিয়াসহ ৭ দেশের নাম তুলে নিয়েছে।

Link copied!