বড় বড় স্থাপনা বানিয়ে শহর থেকে গরিব তাড়াচ্ছে রাজউক: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৬, ২০২৩, ০৩:৪৪ এএম

বড় বড় স্থাপনা বানিয়ে শহর থেকে গরিব তাড়াচ্ছে রাজউক: পরিকল্পনামন্ত্রী

রাজধানীতে একের পর এক অট্টালিকা হচ্ছে। আর এসব বড় বড় স্থাপনা তৈরি করে শহর থেকে গরিব তাড়াচ্ছে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অডিটোরিয়ামে ‘ঢাকা ডেলিরিয়াম’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, গরিবকে শহর থেকে তাড়িয়ে তার জমি নিয়ে আমাকে দিয়ে আমাকে বড়লোক বানানো হয়েছে, এটা পরিষ্কার কথা। রাজউক এখন মার্কেট বানাচ্ছে। বিরাট বিরাট কমিউনিটি সেন্টার বানাচ্ছে। ভাড়া দিয়ে খাচ্ছে। রাজউক নগর উন্নয়ন কতটা করেছে, আর গরিব কতটা তাড়িয়েছে তা আমরা বুঝি। কম টাকায় আমার কাছে গরিবের জমি বিক্রি করলো। আমি দুই পুরুষ পরে কোটি টাকায় সেই জমি বিক্রি করে দিলাম। আর ওই লোক কান্নাকাটি করে সাভার, মানিকগঞ্জে গিয়ে বসবাস শুরু করেছে।

মন্ত্রী বলেন, আমাদের যে প্রতিষ্ঠান যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল তারা কতটুকু তা করতে পারছে সেটা এখন ভাবার বিষয়। আমাকে পরিকল্পনামন্ত্রী বলা হয়, কিন্তু আমি পরিকল্পনার সঙ্গে কোনোভাবে জড়িত না। আমার আশপাশের কিছু লোক আছে তারা পরিকল্পনা করে। তবে পরিকল্পনা মন্ত্রণালয়ও দেশের পরিকল্পনা সঠিকভাবে করতে পারছে না। বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে পরিকল্পনা কমিশন গঠন করেছিলেন তার কোনোটাই বাস্তবায়ন করতে পারছে না পরিকল্পনা কমিশন। প্রভাবশালী রাজনীতিবিদদের নির্দেশে পরিকল্পনা করা হয়।

তিনি বলেন, সরকার এখন দারিদ্র্যমুক্ত দেশ গড়া এবং সারা দেশে বৈষম্য দূরীকরণে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য সব বিভিন্ন অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে। গ্রামের মানুষও যাতে শহরের সুবিধা পায় সে লক্ষ্যে সরকার কাজ করছে। 

Link copied!