ভারতে করোনায় মৃতদের জন্য প্রধানমন্ত্রীর প্রার্থণা

নিজস্ব প্রতিবেদক

মে ১০, ২০২১, ০৭:২৯ পিএম

ভারতে করোনায় মৃতদের জন্য প্রধানমন্ত্রীর প্রার্থণা

ভারতে মহামারি করোনায় নজিরবিহীন ক্ষয়ক্ষতিতে ভুক্তভোগীদের জন্য শোকপ্রকাশ ও প্রার্থণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে লেখা  চিঠিতে  করোনায় ক্ষতিগ্রস্ত ভারতীয় জনগণের জন্য শোক ও প্রার্থণার বিষয়টি শেখ হাসিনা উল্লেখ করেছেন।

সোমবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেজবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদিকে বলেন, বাংলাদেশ-ভারত সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে একসঙ্গে করোনা মোকাবিলার বিষয়েও অঙ্গীকারবদ্ধ।

মহামারি করোনাভাইরাসের তাণ্ডব কোনোভাবেই ভারতে থামছে না। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে হাজারো মরদেহ। আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তবে সোমবার অবস্থার একটু উন্নতি হয়েছে। এদিন দৈনিক মৃত্যু ও্ আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা কমেছে।

করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে বিশ্বের দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যুর দিকে রয়েছে তৃতীয় স্থানে। বাংলাদেশের প্রতিবেশি এই দেশটিতে এই পর্যন্ত ২ লাখ ৪৬ হাজার ১৪৬ জন মারা গেছেন। দেশটিতে প্রায় প্রতিদিনই চার হাজারেরে বেশি মারা যাচ্ছেন। আর দেনিক আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছের ৪ লাখের বেশি। দেশটিতে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৪১০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৮৬ লাখ ৬৫ হাজার ২৫৬ জন। 

Link copied!