ভাষা ও চীন-রাশিয়া সম্পর্কে যা বললেন পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৯:২২ পিএম

ভাষা ও চীন-রাশিয়া সম্পর্কে যা বললেন পরিকল্পনামন্ত্রী

ইংরেজি ভাষায় কথা না বলেও চীন-রাশিয়া পৃথিবীর সবকিছু জয় করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ভাষার ব্যবহারের ক্ষেত্রে কেন বাংলা ভাষা প্রাধান্য পাবে না বলেও তিনি প্রশ্ন রাখেন।

রবিবার রাজধানীর পরিসংখ্যান ভবনের মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ইংরেজি ভাষাকে প্রাধান্য না দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে এম এ মান্নান বলেন, “কেন ইংরেজি ভাষাকে প্রাধান্য দিতে হবে। বাংলা ব্যবহার বাংলায় হতে হবে। জাপান, রাশিয়া ও চীন কয়টা বাংলা বলে। ইংরেজি ভাষায় কথা না বলেও পাহাড় সমুদ্রসহ পৃথিবীর সবকিছু জয় করছে চীন-রাশিয়া।”

পরিকল্পনামন্ত্রী বলেন, “ কেউ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ইংরেজি ছাড়া চলে না। ইংরেজি ভাষায় ৭০ ভাগ শব্দ ল্যাটিন। ইংরেজি ভাষা পরের ওপর নির্ভরশীল। আমরা চাপ অব্যাহত রাখব বাংলা প্রচলনে। নিজেকে বাঙালি বলতে লজ্জা কী?”

দিন দিন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) গুরুত্ব বাড়ছে উল্লেখ করে এম এ মান্নান বলেন, “ পরবর্তীতে ডাটাই হবে বড় দানব। দানব সম্পদও দিতে পারে হত্যাও করতে পারে। আমি গ্রামের হাটে বাজারে গিয়ে মানুষের সঙ্গে কথা বলি তারা খবর রাখে। তারা জানতে চায়। পরিচ্ছন্ন ডাটা অনেক গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “গতকালের ডাটা আজকে চলবে না। এখন কম্পিউটার আছে এক মিলি সেকেন্ডে অনেক ডাটা প্রসেসিং করা যায়। তিন চার বছরের আগের ডাটা গ্রহণযোগ্য নয়। সময়ের তথ্য সময়ে দেওয়া প্রয়োজন।”

Link copied!