ভূমধ্যসাগরে ৫০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, জীবিত উদ্ধার ৩৩ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৯, ২০২১, ০২:৪৩ পিএম

ভূমধ্যসাগরে ৫০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, জীবিত উদ্ধার ৩৩ বাংলাদেশি

অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে তিউনিশিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে একটি নৌকাডুবির ঘটনায় ৫০ জনের বেশি মানুষ মারা গেছেন।

মঙ্গলবার (১৮ মে) ওই দুর্ঘটনায় আরও ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আফ্রিকা নিউজের খবরে বলা হয়, জীবিতদের  সবাই বাংলাদেশি নাগরিক। তবে জীবিতদের নাম ও পরিচায় জানা যায়নি।

তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহামেদ জেকরি বলেছেন, ইউরোপের দেশগুলোতে অভিবাসনপ্রত্যাশীদের ভিড়ে ঠাসা নৌকাটি তিউনিসিয়ার দক্ষিণপূর্ব এসফক্স উপকূলে সোমবার (১৭ মে) ডুবে যায়। পরে তিউনিশিয়ান নৌবাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পাঠিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়।’ নৌকাটিতে ৯০ জন অভিবাসনপ্রত্যাশী ছিল বলেও জানান তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই মুখপাত্র।

মোহমেদ জেকরি আরও বলেন, জীবিত উদ্ধার হওয়া সবাইকে তিউনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলের একটি তেল ক্ষেত্রে রাখা হয়েছে।

নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার হওয়া সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ভূমধ্যসাগর সমন্বয় অফিসের মুখপাত্র ফ্লাভিও দি জিয়াকোমো।

 

এক টুইট বার্তায় তিনি জানান, অভিবাসীদের নিয়ে ওই নৌকাটি রবিবার (১৬ মে) লিবিয়ার জাওয়ারা থেকে রওনা দিয়েছিল। নৌকাটির উদ্দেশ্য ছিল ইতালিতে প্রবেশ করা।

তিউনিশিয়ার দক্ষিণপূর্ব বন্দর শহর এসফক্স নিকটবর্তী উপকূলরেখা আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সঙঘাতপূর্ণ দেশগুলো থেকে পালিয়ে ইউরোপে যাওয়ার অন্যতম রুটে পরিণত হয়েছে। উন্নত জীবনের আশায় এসব মানুষ ভয়ংকর সাগরপথে পাড়ি দেয়। আর এভাবে সাগর পাড়ি দেওয়ার সময় প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গত মার্চ মাসে তিউনিশিয়ায় সীমান্তে ভূমধ্যসাগরে অভিবাসীবাহী দুইটি নৌকাডুবে ৩৯ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় জীবিত উদ্ধার করা হয় অন্তত ১৬৫ জনকে।

গত ৯ মার্চ এক বিবৃতিতে তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের সময় তিউনিশিয়া উপকূলে নৌকা দুটি ডুবে যায়। মৃতরা সবাই আফ্রিকান নাগরিক।

এর আগে, ২০১৯ সালে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় তিউনিশিয়া উপকূলে নৌকাডুবে অন্তত ৯০ আফ্রিকানের মৃত্যু হয়েছিল।

Link copied!