মন্দিরে ভাঙচুর মামলায় রিমান্ডে ১৭ আসামি

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৩, ২০২১, ০৯:৫৯ পিএম

মন্দিরে ভাঙচুর মামলায় রিমান্ডে ১৭ আসামি

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় কুমিল্লার একটি মন্দিরে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ১৭ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।  

বুধবার(৩ নভেম্বর)  কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  আসামিদের উপস্থিত করে মামলার অধিকতর তদন্তের জন্য আসামিদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথেরর আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।  

কুমিল্লা কোর্ট পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নগরীর ঠাকুরপাড়া কালীগাছতলার শ্রী শ্রী কা‌লিবা‌ড়ি মন্দিরে ভাঙচুরের ঘটনায় দুপুরে ১৮ আসামিকে আদালতে তুলে সাতদিনের রিমান্ডের জন্য আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ১৭ জনের ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অন্য এক আসামির বয়স ১৪ বছরের নিচে হওয়ায়  তার বিষয়ে আদালতের আদেশ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  

প্রসঙ্গত, দুর্গাপূজার মধ্যে গত ১৩ অক্টোবর ভোরে নানুয়া দীঘির পাড়ে দর্পন সংঘের পূজামণ্ডপে হনুমানের মূর্তির কোলে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন রাখা দেখে এলাকায় উত্তেজনা ছড়ায়। হামলা, ভাঙচুর চালানো হয় অন্তত আটটি মন্দিরে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতয়ালী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করে। পরে সিসিটিভির ফুটেজ দেখে ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

কুমিল্লার ওই মন্দিরে অপ্রীতিকর ঘটনার জের ধরে সেদিনই চাঁদপুরের হাজীগঞ্জে মন্দিরে হামলা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হয়।

পরবর্তীতে কয়েকদিনে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজারসহ কয়েকটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা হয়। নোয়াখালীতে সংঘর্ষে দুজন প্রাণ হারায়।

এর মধ্যে কুমিল্লা পুলিশ বুধবার নানুয়া দীঘির পাড়ের দুটি সিসি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে ইকবাল নামে এক যুবককে শনাক্তের কথা জানায়।

Link copied!