মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাত জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জুন ২৪, ২০২৩, ০৬:৩০ পিএম

মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাত জনের মৃত্যু

ফরিদপুরে একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন। মাইক্রোবাসের চালককে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ভাঙ্গার মালিগ্রামে অ্যাপ্রোচ সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দুপুরের পৌনে ১২টার দিকে ভাঙ্গার মালিগ্রামে সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে মাইক্রোবাসে থাকা ছয়জনের মৃত্যু হয়। তিনি জানান, ওই মাইক্রোবাসের যাত্রীরা ভাঙ্গা থেকে ঢাকার  দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মালিগ্রামে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়।” 

ভাঙ্গা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহতদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী, ২ শিশু রয়েছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এদিকে, ভাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জাফর গণমাধ্যমকে বলেন, সকাল ১০টা ৫৫ মিনিটে তারা খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভস্মীভূত মাইক্রোবাসের যাত্রীরা পুড়ে অঙ্গার হয়ে যায়। সম্ভবত ৭ জন যাত্রী ছিলেন। সকলেই মারা গেছেন।” মরদেহ সনাক্তের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

 

Link copied!