মাদক মামলায় অব্যাহতি পেলেন ইরফান সেলিম

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২১, ০৫:৫৬ পিএম

মাদক মামলায় অব্যাহতি পেলেন ইরফান সেলিম

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নং ওয়ার্ডের বরখাস্তকৃত কাউন্সিলর ইরফান সেলিমকে মাদকের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাকে অব্যাহতি দেন। এর আগে ৫ জানুয়ারি ইরফানকে অব্যাহতির সুপারিশ করে মাদক ও অস্ত্র মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।

পরে ১৮ ফেব্রুয়ারি অস্ত্র মামলার চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ করে ওই মামলা থেকে ইরফান সেলিমকে অব্যাহতি দেওয়া  হয়।

এর আগে গত ৪ জানুয়ারি লালবাগ থানা পুলিশ অস্ত্র ও মাদক মামলা থেকে ইরফান সেলিমকে অব্যাহতির আবেদন করে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদলতের তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়।

অবৈধ আগ্নেয়াস্ত্র বহন ও মাদকদ্রব্য রাখার অভিযোগে গত ২৭ অক্টোবর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল ইসলামের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা হয়।

ওই দিন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক জানিয়েছিলেন, নৌবাহিনীর এক কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে ইরফানের বাসায় র‍্যাব অভিযান চালায়। তার কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য থাকার গোয়েন্দা তথ্য ছিল। অভিযানে আগ্নেয়াস্ত্র ছাড়াও তার বাসা থেকে ওয়াকিটকি হ্যান্ডসেট পাওয়া যায়।’

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি যে, তিনি চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য প্রতিষ্ঠার জন্য অবৈধভাবে ওই ওয়াকিটকি ব্যবহার করতেন। এ ছাড়া, তিনি ব্যক্তিগত নিরাপত্তা ও শক্তি প্রদর্শনের জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন।’

অবৈধ ওয়াকিটকি ও মাদক রাখার অভিযোগে ইরফানকে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত দেড় বছরের কারাদণ্ড দিয়েছিলেন।

Link copied!