মুন্সীগঞ্জে গুলি করে একজনকে হত্যা, এলাকা থমথমে

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩১, ২০২২, ০৬:৩৮ পিএম

মুন্সীগঞ্জে গুলি করে একজনকে হত্যা, এলাকা থমথমে

মুন্সীগঞ্জে এলাকায় আধিপত্য বিস্তার ও আলুর বস্তা পরিবহন নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। নিহতের নাম জুয়েল ফকির। বৃহস্পতিবার মুন্সীগঞ্জ সদর উপজেলায় ভোরবেলা এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার চরাঞ্চল ফকিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ফকির ওই গ্রামের হাফিজ উদ্দিন ফকিরের ছেলে।

জুয়েল পেশায় একজন ফুচকা বিক্রেতা। তবে আলুর মৌসুমে তিনি আলু পরিবহনের কাজ করতেন বলে তার স্বজনরা জানিয়েছে। এ ঘটনায় নান্নু হাজী নামের একজনকে আটক করা হয়েছে বলে জানালেও তার বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।  

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এলাকায় প্রভাব বিস্তার ও ট্রলিতে করে আলুর বস্তা পরিবহন নিয়ে ফকিরকান্দি গ্রামে মন্টু ও হারুনের দলের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় আলুর জমিতে প্রতিপক্ষের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে হারুনের দলের জুয়েল নিহত হন।

এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফের সহিংসতা এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটানায় এখনও মামলা হয়নি বলে জানান তিনি।  

Link copied!